SSC Exam 2018 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ Questions Solution (Answershit)
প্রিয় পরীক্ষাথীগণ, বিডিলাভ২৪.কম টিম সকল গ্রুপের উত্তরমালা তৈরী করতেছে।।আশারাখি পরীক্ষা শেষ হওয়ার ১ ঘন্টার মধ্যে সব বিষয়ের উত্তরমালা আপনার কাছে পৌঁছে দিতে পারবো।
এস.এস.সি. পরীক্ষা-২০১৮
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)
১. জাতীয়তাবাদ বলতে কী বোঝায়?
উত্তর: (খ) জাতীয় ঐক্য বিডিলাভ২৪.কম
২. কোনটি মূলত সরকারের ব্যাংক?
উত্তর: (গ) বাংলাদেশ ব্যাংক বিডিলাভ২৪.কম
৩. ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে-
উত্তর: (ক) তমদ্দুন মজলিস বিডিলাভ২৪.কম
৪. তানজিমের দেখা জয়াগাটির সাথে মিল রয়েছে-
উত্তর: (ক) টারসিয়ারি যুগের পাহাড় বিডিলাভ২৪.কম
৫. তানিশার বেড়ানো জায়গাটির মূল বৈশিষ্ট্য হলো-
উত্তর: (ঘ) i, ii, iii বিডিলাভ২৪.কম
৬. বাংলাদেশের গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে-
উত্তর: (খ) ১৯৭২ সালের ১২ অক্টোবর বিডিলাভ২৪.কম
৭. ১৯৭০ সালের নির্বাচন গুরুত্বপূর্ণ হওয়ার যথার্থ কারণ-
উত্তর: (ঘ) i, ii, iii বিডিলাভ২৪.কম
৮. তিস্তা ব্যারেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-
উত্তর: (গ) ii, iii বিডিলাভ২৪.কম
৯. কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরে?
উত্তর: (ঘ) মহাকর্ষ বলের বিডিলাভ২৪.কম
১০. কোন নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশে?
উত্তর: (ক) সাঙ্গু বিডিলাভ২৪.কম
১১. সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে?
উত্তর: (খ) ১৪৬ বিডিলাভ২৪.কম
১২. বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধান কে?
উত্তর: (ঘ) প্রধানমন্ত্রী বিডিলাভ২৪.কম
১৩. গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয়-
উত্তর: (গ) গ্রিসে বিডিলাভ২৪.কম
১৪. জেলা প্রশাসনের কাজটি কোন ধরনের কাজ?
উত্তর: (গ) মানবতামূলক বিডিলাভ২৪.কম
১৫. অনুচ্ছেদে উল্লিখিত মানুষের এ ধরনের কষ্ট থেকে পরিত্রাণের জন্য সরকারের উচিত-
উত্তর: (ক) i, ii বিডিলাভ২৪.কম
১৬. বাংলাদেশ কোন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্বব্যাপী সমাদৃত?
উত্তর: (ক) শান্তিরক্ষা মিশন বিডিলাভ২৪.কম
১৭. প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর: (খ) ১৯৭৫ বিডিলাভ২৪.কম
১৮. কাঠ-চেয়ার- ?
উত্তর: (ঘ) উৎপাদন বিডিলাভ২৪.কম
১৯. উপযোগ বলতে বোঝায়-
উত্তর: (খ) দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা বিডিলাভ২৪.কম
২০. বাংলাদেশের অর্থনীতিকে প্রধানত কতটি খাতে ভাগ করা যায়?
উত্তর: (ঘ) ১৫ বিডিলাভ২৪.কম
২১. ভ্যাট (VAT) কী?
উত্তর: (গ) Value Added Tax বিডিলাভ২৪.কম
২২. গোষ্ঠী জীবনের প্রথম ধাপ কী?
উত্তর: (ক) পরিবার বিডিলাভ২৪.কম
২৩. জাতীয় শিশু শ্রম নিরসন নীতি কত সালে হয়?
উত্তর: (ক) ২০১০ বিডিলাভ২৪.কম
২৪. সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান হলো-
উত্তর: (ঘ) i, ii, iii বিডিলাভ২৪.কম
২৫. রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্করূপ- উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
উত্তর: (ক) i, ii বিডিলাভ২৪.কম
২৬. জাতিসংঘ শিশু অধিকার কনভেশন অনুযায়ী শিশু কারা?
উত্তর: (ঘ) ১৮ বছরের কম বয়সীরা বিডিলাভ২৪.কম
২৭. মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন।- উক্তিটি কার?
উত্তর: (খ) ম্যাকাইভার বিডিলাভ২৪.কম
২৮. এইডস রোগীর প্রতি আমাদের করণীয় হলো-
উত্তর: (ক) সহানুভূতি প্রকাশ করা বিডিলাভ২৪.কম
২৯. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর: (গ) এরিস্টটল বিডিলাভ২৪.কম
৩০. বাংলাদেশে সবচেয়ে বড় রাত কবে?
উত্তর: (খ) ২২ ডিসেম্বর
আপনাদের কষ্টের অবসাদ ঘটিয়ে পড়ালেখা সম্পর্কিত নানা বিষয় সম্পর্কে জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। একটা সময় ছিলো যখন পরীক্ষার্থীকে বাসায় এসে বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে MCQ এর উত্তরমালা খুজে বের করতে হতো। সেই দিন এখন শেষ… এখন আপনি এক ক্লিকে আমাদের ওয়েবসাইটে এসে সকল পরীক্ষার MCQ উত্তরমালা পেয়ে যাচ্ছেন। বিনিময়ে আপনাদের কাছে একটাই চাওয়া আপনার সকল বন্ধুকে উত্তরমালাগুলো শেয়ার করুন যাতে তারা ও উত্তরমালাগুলো পায়। তাদেরকে যেন বাসায় গিয়ে বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে MCQ এর উত্তরমালা খুজে বের করতে না হয়।
ধন্যবাদ আমাদের বিডিলাভ২৪.কম এর পাশে থাকার জন্য , আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু …