SSC Exam 2018 General Science বিজ্ঞান MCQ Questions Solution (Answershit)

SSC Exam 2018 General Science বিজ্ঞান MCQ Questions Solution (Answershit)

এস.এস.সি. পরীক্ষা-২০১৮ বিজ্ঞান

প্রিয় পরীক্ষাথীগণ, বিডিলাভ২৪.কম টিম সকল গ্রুপের উত্তরমালা তৈরী করতেছে।।আশারাখি পরীক্ষা শেষ হওয়ার ১ ঘন্টার মধ্যে সব বিষয়ের উত্তরমালা আপনার কাছে পৌঁছে দিতে পারবো।

বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)

১. অকাল গর্ভধারণে শিক্ষাগত সমস্যা কোনটি?
উত্তর: (ঘ) সংকোচে মানসিক চাপ বৃদ্ধি

 

২. কোনটি সংযুক্ত তারের প্রতীক?
উত্তর: (গ)

 

৩. পাহাড়ি রাস্তার বাঁকে কোনটি ব্যবহার করা হয়?
উত্তর: (গ) গোলীয় দর্পণ

 

৪. কোনটি প্রতিসরণ কোণ?
উত্তর: (খ)

 

৫. উপরের চিত্রে-
উত্তর: (গ) ii, iii বিডিলাভ২৪.কম

 

৬. প্রাকৃতিক পলিমার কোনটি?
উত্তর: (ঘ) রাবার

 

৭. ফসল চাষাবাদের জন্য দো-আঁশ মাটি উপযোগী কেন?
উত্তর: (ঘ) প্রয়োজনে পানি ধারণ ও নিষ্কাশন করতে পারে

 

৮. অ্যাসিটিক এসিড কী কাজে ব্যবহার করা হয়?
উত্তর: (ক) খাদ্য সংরক্ষণে

 

৯. কোনটি কৃত্রিম তন্তু?
উত্তর: (খ) নাইলন

 

১০. রোমানের প্রথম খাবারে কোন উপাদান বিদ্যমান?
উত্তর: (ক) আমিষ

 

১১. দ্বিতীয় খাবারটি পছন্দের কারণ, এটি-
উত্তর: (ক) i, ii বিডিলাভ২৪.কম

১২. কোনটি শক্তিশালী এসিড?
উত্তর: (ক) নাইট্রিক

১৩. সিমেন্ট তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: (খ) জিপসাম

১৪. ২৫ কেজি ভরের কোনো বস্তুর উপর একটি বল প্রযুক্ত হওয়ায় এর ত্বরণ হলো ২ মি/সে২। প্রযুক্ত বলের মান কত ছিল?
উত্তর: (ঘ) ৫০ নিউটন

১৫. কোন এককে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করি?
উত্তর: (খ) কিলোওয়াট-ঘণ্টা

 

১৬. বিপাক ক্রিয়ায় উৎসেচকের সাথে কো-এনজাইম হিসেবে কাজ করে কোনটি?
উত্তর: (গ) রাফেজ

 

১৭. নিচের কোনটি রক্তজমাট বাঁধতে সাহায্য করে?
উত্তর: (গ) অনুচক্রিকা বিডিলাভ২৪.কম

 

১৮. ছেলেমেয়েদের বয়সের কোন সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে?
উত্তর: (ক) ১১-১৯ বছর

 

১৯. ৮০ ওয়াটের একটি বৈদ্যুতিক ফ্যান প্রতিদিন ৯ ঘণ্টা চললে জুন মাসে কত বিদ্যুৎশক্তি খরচ হবে?
উত্তর: (খ) ২১.৬ kwh

 

২০. থ্যালাসিমিয়া রোগের কারণ কোনটি?
উত্তর: (ক) লোহিত কণিকা ভেঙে যাওয়া

 

২১. বার্গার একটি ক্ষতিকর খাবার, কারণ এতে-
উত্তর: (ক) i, ii

২২. এক পরমাণু কার্বনের সাথে চার পরমাণু হাইড্রোজেন মিলে সৃষ্ট গ্যাস কোন সার তৈরিতে ব্যবহৃত হয়?
উত্তর: (ঘ) ইউরিয়া বিডিলাভ২৪.কম

 

 

২৩. ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য নিচের কোনটি প্রয়োজন?
উত্তর: (খ) নিয়মিত ও পরিমিত ব্যায়াম করা বিডিলাভ২৪.কম

 

২৪. সুপার রাইস কোন ভিটামিন সমৃদ্ধ?
উত্তর: (ক) ভিটামিন A

 

২৫. X যৌগটি কি?
উত্তর: (খ) লবণ

২৬. Y যৌগের ক্ষেত্রে-
উত্তর: (খ) i, iii

 

২৭. সর্বপ্রথম কোন বিজ্ঞানী টেস্টটিউব বেবি তৈরি করেন?
উত্তর: (গ) পেট্রুসি বিডিলাভ২৪.কম

২৮. ট্রাফিক সিগন্যালে হলুদ রং এর বাতি জ¦লতে দেখে চালক কি করবেন?
উত্তর: (ঘ) থামানোর প্রস্তুতি নেবেন বিডিলাভ২৪.কম

২৯. কাঠের বস্তুতে পেরেক আটকে থাকার কারণ কোনটি?
উত্তর: (গ) ঘর্ষণ বিডিলাভ২৪.কম

৩০. সেক্স ক্রোমোজোমের সংখ্যা কতটি?
উত্তর: (খ) ২টি

আপনাদের কষ্টের অবসাদ ঘটিয়ে পড়ালেখা সম্পর্কিত নানা বিষয় সম্পর্কে জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। একটা সময় ছিলো যখন পরীক্ষার্থীকে বাসায় এসে বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে MCQ এর উত্তরমালা খুজে বের করতে হতো। সেই দিন এখন শেষ… এখন আপনি এক ক্লিকে আমাদের ওয়েবসাইটে এসে সকল পরীক্ষার MCQ উত্তরমালা পেয়ে যাচ্ছেন। বিনিময়ে আপনাদের কাছে একটাই চাওয়া আপনার সকল বন্ধুকে উত্তরমালাগুলো শেয়ার করুন যাতে তারা ও উত্তরমালাগুলো পায়। তাদেরকে যেন বাসায় গিয়ে বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে MCQ এর উত্তরমালা খুজে বের করতে না হয়।
ধন্যবাদ আমাদের বিডিলাভ২৪.কম এর পাশে থাকার জন্য , আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু …