Amar E Mon By Imran full mp3 song Download

Amar E Mon By Imran full mp3 song Download

Song Name: Amar E Mon
Singer: Imran Mahmudul
Lyrics: Robiul Islam Jibon
Tune & Music: Imran Mahmudul
Music Programming, Mix & Mastered: Imran Mahmudul
Video Director: Taneem Rahman Anghu
Cast: Imran Mahmudul & Tanjin Tisha
Director: Taneem Rahman Angshu
Label: Gaanchill Music

Download Link mp3 song

Download Link 1 ( Mp3 Song )

Download Link 720p 68MB HD

Download Link 1 ( video )

AMAR E MON LYRICS IN BANGLA 

তোকে নিয়ে বেঁচে আছি,
এই বেশ ভাল আছি,
নেই আর এই আমার কোন স্বপন। – [২ বার]

এলি তুই কাছাকাছি,
মেঘ রোদ কানামাছি,
নেই আর কেউ আমার এতো আপন।

বেপরোয়া প্রেমে,
গেছি আমি থেমে,
তোকে শুধু দিয়েছি আমার এ মন,
আমার এ মন।

তোকে নিয়ে বেঁচে আছি, এই বেশ ভাল আছি,
নেই আর এই আমার কোন স্বপন।
এলি তুই কাছাকাছি,
মেঘ রোদ কানামাছি,
নেই আর কেউ আমার এতো আপন।

চল দু’জনে আজ বিজনে
হারিয়ে যাবো রংয়ের ডানায়।
এই জীবনে, এই ভুবনে,
আমার পাশে তোকেই মানায়।

তোরই কথা বলি, তোরই পথে চলি,
তোকে শুধু দিয়েছি আমার এ মন।
আমার এ মন।

তোকে নিয়ে বেঁচে আছি,
এই বেশ ভাল আছি,
নেই আর এই আমার কোন স্বপন।

এলি তুই কাছাকাছি,
মেঘ রোদ কানামাছি,
নেই আর কেউ আমার এতো আপন।

দিন ফুরাবে, রাত গড়াবে,
তোর আর আমার, চোখের পাতায়।
সুখ ছড়াবে, মন জড়াবে,
ভালবাসার গল্প কথায়।

যাই যত দূরে,
আসি ফিরে ফিরে,
তোকে শুধু দিয়েছি আমার এ মন।
আমার এ মন।

তোকে নিয়ে বেঁচে আছি,
এই বেশ ভাল আছি,
নেই আর এই আমার কোন স্বপন।

এলি তুই কাছাকাছি,
মেঘ রোদ কানামাছি,
নেই আর কেউ আমার এত আপন।
][ সমাপ্ত ][