Ondhokar (অন্ধকার) by Arman Alif mp3 song Download

Ondhokar (অন্ধকার) by Arman Alif mp3 song Download

Song: Ondhokar
Singer: Arman Alif
Lyric: Ahmed Risvy
Tune: Avi Akash
Music: Musfiq Litu

Download Link

Download Link 1 ( Mp3 Song )

 

Grameenphone: Type: WT space 8794557 Send to 4000.
Robi: Type: GET space 8794557 Send to 8466.
Airtel: Type: CT space 8794557 Send to 3123.
Teletalk: TT space 8794557 Send to 5000.
Banglalink: Type: down8794557 Send to 2222.

ONDHOKAR BY ARMAN ALIF LYRICS

তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার।
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।তোর ভালোবাসার মিথ্যে আশায়,
শুধু দুচোখে জল,
হৃদয়হীনা তোর মনে
ছিলোই শুধু ছল।

আমার আকাশ কালো করে
তুই বাঁধলি সুখের ঘর।
অন্য মানুষ করলি আপন
আমায় করলি পর।

তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার।
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।

বকুল ফুলের মালা গেঁথে
তুই পরায় দিতি হাতে,
ফুলটি আমার সারাজিবন
থাকবে আমার সাথে।

কত চিঠি লিখতি আমায়
তুই বলতি কত কথা,
একদিনও না দেখলে আমায়
পাইতি মনে ব্যথা।

আমি এখন কেমন আছি
তুই রাখিস না খবর,
নিজের হাতেই দিলিরে তুই
প্রেমেরই কবর।

আমার আকাশ কালো করে
তুই বাঁধলি সুখের ঘর।
অন্য মানুষ করলি আপন
আমায় করলি পর।

তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার।
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।

পড়ার ঘরের জানলা খুলে
তুই থাকতি আমার আশায়,
একটু যদি সময় যেত
জল আসতো চোখের পাতায়।

জ্যোৎস্না রাতে কাটতো প্রহর
তোর কোলে মাথা রেখে,
সময়গুলো ফুরিয়ে যেত
আকাশের তাঁরাতে।

আমার মনের ফুলদানীতে
শুধুই কাঁটার বাস,
আমি নাকি আমার চোখের জল
বল তুই কোনটা চাস?

আমার আকাশ কালো করে
তুই বাঁধলি সুখের ঘর।
অন্য মানুষ করলি আপন
আমায় করলি পর।

তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার।
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।
][ সমাপ্ত ][