Rajshahi College Honours Admission Application Payment Process A to Z রাজশাহী কলেজ পেমেন্ট করার উপায়

Rajshahi College Honours Admission Application Payment Process

ধাপ-১ : জাতীয় বিশ্ববিদ্যালয়ে চুড়ান্ত আবেদনঃ

  1. প্রথমে http://app1.nu.edu.bd/ লিংকে প্রবেশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির চুড়ান্ত আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ করে ২ কপি প্রিণ্ট নিতে হবে
  2. আবেদন ফরমে ভর্তির রোল নম্বর (Admission Roll) দেয়া থাকবে

ধাপ-২ : DBBL মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে আবেদন ফি পরিশোধঃ

  1. যেসকল মোবাইলে DBBL মোবাইল এ্যাকাউন্ট রয়েছে,সেই মোবাইল থেকে *322# ডায়াল করে DBBL মোবাইল ব্যাংক মেনুতে যান
  2. পেমেন্ট 1 (One) সিলেক্ট করুন
  3. নিজের মোবাইল থেকে হলে 1 (One) সিলেক্ট করুন। অন্য মোবাইল থেকে হলে Other 2 (Two) সিলেক্ট করুন
  4. অন্য মোবাইল থেকে হলে নিজের মোবাইল নম্বর দিন (Enter Student Mobile Number)
  5. Other 0 (Zero) সিলেক্ট করুন
  6. রাজশাহী কলেজের Biller ID 304 টাইপ করুন
  7. Bill No-এ আপনার Admission Roll (উদাহরণ :7458327) দিন
  8. টাকার পরিমাণ (উদাহরণ : টা, 4726) লিখুন
  9. চার ডিজিটের PIN টাইপ করুন
  10. OK/Send বাটন চাপুন
  11. আপনি DBBL থেকে TrxID যুক্ত একটি মেসেজ পাবেন এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার ভর্তি সম্পন্ন হবে।

ধাপ-৩ : রাজশাহী কলেজে আবেদনঃ

  1. রাজশাহী কলেজের ওয়েবসাইট http://180.211.183.206/EasyCollegeMate/public/Application/honours Link-এ প্রবেশ করুণ।
  2. উক্ত পাতায় লাল রং-এ লেখা Honours Adimssion অংশের Online Application লিংকে প্রবেশ করে Admission Roll No. এবং TrxID বসিয়ে Submit বাটনে ক্লিক করলে ভর্তির মুল ফরম উন্মুক্ত হবে।
  3. উক্ত পাতায় পছন্দমত ও সহজে মনে রাখা যায় এমন Password দিয়ে ফরমের চাহিদা মোতাবেক বাকি অংশ পূরণ করতে হবে এবং শেষে Next বাটনে ক্লিক করলে ছবি আপলোডের পাতা আসবে।
  4. ছবি আপলোড করে Save বাটনে ক্লিক করলে প্রদত্ব সকল তথ্যসহ পূর্ণাঙ্গ একটি ফরমে দেখা যাবে যার উপরে Reference ID দেয়া থাকবে।
  5. বি.দ্র.: ভর্তিচ্ছু সকল ছাত্র-ছাত্রীকে Reference ID ও Password অবশ্যই মনে রাখতে হবে। অন্যথায় ভর্তি হতে পারবে না।