Rajshahi College Honours Admission Application Payment Process
ধাপ-১ : জাতীয় বিশ্ববিদ্যালয়ে চুড়ান্ত আবেদনঃ
- প্রথমে http://app1.nu.edu.bd/ লিংকে প্রবেশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির চুড়ান্ত আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ করে ২ কপি প্রিণ্ট নিতে হবে
- আবেদন ফরমে ভর্তির রোল নম্বর (Admission Roll) দেয়া থাকবে
ধাপ-২ : DBBL মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে আবেদন ফি পরিশোধঃ
- যেসকল মোবাইলে DBBL মোবাইল এ্যাকাউন্ট রয়েছে,সেই মোবাইল থেকে *322# ডায়াল করে DBBL মোবাইল ব্যাংক মেনুতে যান
- পেমেন্ট 1 (One) সিলেক্ট করুন
- নিজের মোবাইল থেকে হলে 1 (One) সিলেক্ট করুন। অন্য মোবাইল থেকে হলে Other 2 (Two) সিলেক্ট করুন
- অন্য মোবাইল থেকে হলে নিজের মোবাইল নম্বর দিন (Enter Student Mobile Number)
- Other 0 (Zero) সিলেক্ট করুন
- রাজশাহী কলেজের Biller ID 304 টাইপ করুন
- Bill No-এ আপনার Admission Roll (উদাহরণ :7458327) দিন
- টাকার পরিমাণ (উদাহরণ : টা, 4726) লিখুন
- চার ডিজিটের PIN টাইপ করুন
- OK/Send বাটন চাপুন
- আপনি DBBL থেকে TrxID যুক্ত একটি মেসেজ পাবেন এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার ভর্তি সম্পন্ন হবে।
ধাপ-৩ : রাজশাহী কলেজে আবেদনঃ
- রাজশাহী কলেজের ওয়েবসাইট http://180.211.183.206/EasyCollegeMate/public/Application/honours Link-এ প্রবেশ করুণ।
- উক্ত পাতায় লাল রং-এ লেখা Honours Adimssion অংশের Online Application লিংকে প্রবেশ করে Admission Roll No. এবং TrxID বসিয়ে Submit বাটনে ক্লিক করলে ভর্তির মুল ফরম উন্মুক্ত হবে।
- উক্ত পাতায় পছন্দমত ও সহজে মনে রাখা যায় এমন Password দিয়ে ফরমের চাহিদা মোতাবেক বাকি অংশ পূরণ করতে হবে এবং শেষে Next বাটনে ক্লিক করলে ছবি আপলোডের পাতা আসবে।
- ছবি আপলোড করে Save বাটনে ক্লিক করলে প্রদত্ব সকল তথ্যসহ পূর্ণাঙ্গ একটি ফরমে দেখা যাবে যার উপরে Reference ID দেয়া থাকবে।
- বি.দ্র.: ভর্তিচ্ছু সকল ছাত্র-ছাত্রীকে Reference ID ও Password অবশ্যই মনে রাখতে হবে। অন্যথায় ভর্তি হতে পারবে না।